ইরি ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কলারোয়ার কেঁড়াগাছির কৃষকরা। আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীত উপেক্ষা করে এ চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা।
ইরি চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এ দুই মাস ইরি জমিতে ধানের চারা রোপণ করতে হয়।
চারা রোপণে এসময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারে না। তাই কৃষকরাও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন।
ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মোশাররফ হোসেন জানান,এবার তিনি তিন বিঘা জমিতে ইরি ধানের চাষ করছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকেরা বীজতলায় পলিথিন ব্যাবহার করায় কেঁড়াগাছিতে এবার বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। কালবৈশাখীর কবল থেকে নিরাপদে ধান ঘরে তোলার জন্য কৃষকেরা এবার আগাম বীজতলা তৈরি করেছিলেন।তাই এলাকা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]