কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও খেলাটি শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, বিএনপি নেতা মজিবুর রহমান, মাস্টার শাহাজাহান কবির, ডাঃ সিরাজুল ইসলাম, নাজমুল হাসান, আঃ লতিফ, আক্তারুজ্জামান আতা, রূপচাদ বিশ্বাস, মহাসিন প্রমুখ।
সভাপতিত্ব করেন হাসানুজ্জামান হাসান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্তারুজ্জামান আক্তার ও মেম্বার তৌহিদুজ্জামান।
খেলায় টাইব্রেকারে এসপি ফুটবল একাদশ সাতক্ষীরাকে হারিয়ে আটুলিয়া ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, সহকারী মোশারফ হোসেন ও বাবু।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]