অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ৩-২ গোলে স্বাগতিকরা জয়লাভ করেছে।
রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের ২য় খেলায় শার্শার কাটুরিয়া ফুটবল একাদশ ও স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ পরষ্পর মুখোমুখি হয়।
খেলায় কেঁড়াগাছি ফুটবল একাদশের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল ৩টি গোল করেন। অন্যদিকে কাটুরিয়া ফুটবল একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় রিমু ১টি গোল ও কেঁড়াগাছির আত্মঘাতি ১টি গোলে গোলে তারা ২টি গোলের দেখা পায়।
রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-২ গোলে স্বাগতিকরা জয়লাভ করে।
রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও কামরুজ্জামান বাবু।
শ্রাবণের পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মনোনীত হন কেঁড়াগাছির সাইফুল।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন দুই সহোদর সাংবাদিক অহিদুজ্জামান খোকা ও তৌহিদুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]