অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সাতক্ষীরার ঘোনাকে হারিয়ে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়। বিরতির শেষের দিকে সপ্তগ্রামের ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় সামির গোল করে দলকে এগিয়ে নেন। শেষ মুহূর্তে প্লানট্রি শট পায় ঘোনা ফুটবল একাদশ এবং গোল করে সমতা ফিরিয়ে ট্রাইব্রেকারে যায়। ট্রাইব্রেকারে ঘোনাকে হারিয়ে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মনোনীত হন সপ্তগ্রামের গোলকিপার নাজমুল।
খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও আনোয়ার হোসেন।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
বুধবার একই মাঠে বাটরা বনাম সুলতানপুর পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]