কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে,কেঁড়াগাছি বাজার কমিটি ফুটবল একাদশ বনাম কেঁড়াগাছি ব্যাবসায়ী সমিতি ফুটবল একাদশের মধ্যেকার খেলার প্রথমার্ধে ব্যাবসায়ী সমিতি ফুটবল একাদশ প্লানট্রি শটে গোলে করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে আর কোন গোল না হওয়ায় ১-০গোলে বাজার কমিটি কে হারিয়ে ব্যাবসায়ী সমিতি ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আশিকুর রহমান আশিক। শরতের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]