অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজূল ইসলাম চন্দন ও কলারোয়া কলেজ ছাত্রদলের সাবেক নেতা মালেকুজ্জামান।
হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে ও বিএনপি নেতা সাবেক মেম্বার এসএম তৌদুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা মুছা কারিমুল্লাহ, ছাত্রদল নেতা আবির হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ডা. সিরাজুল ইসলাম, মাস্টার শাহাজাহান কবির, আব্দুল লতিফ, যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, কৃষকদলের আব্দুল মজিদ, তাঁতিদলের রুপচাদ বিশ্বাস, কবির হোসেন, ওয়ার্ড বিএনপির মহাসিন আলী, আবির, নয়ন প্রমুখ।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনামাটি যুব সংঘের সাধারণ সম্পাদক মীর শাহিন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও হ্যাটট্রিকের পুরস্কার পেয়েছেন কেঁড়াগাছির ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল ইসলাম, ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন কেঁড়াগাছির ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন।
শরতের পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]