কলারোয়ার কেঁড়াগাছিতে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে কেঁড়াগাছি গ্রামের ইকরাম খাঁর শিশু পুত্র ইরফান খাঁ অসাবধানতা বশত বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়।
স্থানীয়রা জানান- শিশুটি পিতা গোসলের জন্য বাড়ির বাইরে গেলে অজান্তে শিশুও বাইরে চলে আসে। পরে তার পিতা গোসলের জন্য ছেলেকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রান্না ঘরের পাশে একটি ডোবায় নেমে খোঁজার সময় শিশুটি মৃত অবস্থায় উদ্ধার করে।
এ খবরে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
এক পলক শিশুটিকে দেখার জন্য গ্রামের মানুষ ছুটে আসে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]