হাবিবুর রহমান সোহাগ: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে সারা রাতব্যাপী ১৬ দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোমাঞ্চকর এই টুর্নামেন্টে তালা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন এবং ইয়ংস্টার কাকডাঙ্গা ক্রিকেট একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান এবং সাধারণ সম্পাদক শাহিন হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মাস্টার শাহজাহান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান, সদস্য তহিদুর প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তহিদুজ্জামান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা গ্রামের ঐক্য, সৌহার্দ্য ও আনন্দকে একসাথে উদযাপন করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]