শীত মৌসুমে কলারোয়ার মাঠ জুড়ে হলুদের সমারোহ। প্রকৃতিকে যেন মনে হচ্ছে, কি এক অপরূপ সৌন্দর্য বৃদ্ধি করার প্রতিযোগিতায় নেমেছে।
ঠিক সেই সময় মৌমাছির বাক্স নিয়ে, জীবন জীবিকার তাগিদে ব্যস্ত সময় অতিবাহিত করছেন মৌ চাষিরা।
কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের মাঠে শোভা পাচ্ছে মৌচাকের বাক্স।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা ক্ষেতের আইল বা পাশের অনাবাদি জমিতে এ বাক্সভর্তি মৌমাছি নিয়ে, অস্থায়ী তাবু খাটিয়ে মধু সংগ্রহের জন্য সময় পার করছেন চাষিরা।
চাষীরা জানান, সরিষার সময় মধু পাওয়া যায় বেশি এবং গুনাগত মান ভালো হওয়ায়, সরিষার ফুলের মধুর চাহিদাও বেশি। প্রতি কেজি মধু দু’শ থেকে আড়াইশ টাকায় বিক্রি হয়।
এলাকার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে যায় এই মধু।
মধু সংগ্রহে মাছিরা কামড়ে ধরে না? এমন প্রশ্নের জবাবে তারা জানান, মোটা কাপড় ও জাল দিয়ে তৈরি বিশেষ মুখোশের আড়ালে থেকে, সাবধানতা অবলম্বন করে তারা এ কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
প্রতি বছর তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে মৌচাকের পসরা সাজিয়ে মধু সংগ্রহ করে ফুল ফুরিয়ে গেলে ফিরে যায় যার যার নিজস্ব গন্তব্যে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]