কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল টুর্নামন্টের উদ্বোধনী খেলায় ৩-১ গোলে মহিষাকে হারিয়ে চন্দনপুর জয়লাভ করেছে।
বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্রোলাল গাইন।
আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, রবিউল আলম মল্লিক, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ইউপি সদস্য মোখলেসুর রহমান, তৌহিদুজজামান প্রমুখ।
সভাপতিত্ব করেন ইউপি সদস্য মহিদুল ইসলাম।
খেলার শুরুর ৩ মিনিটে চন্দনপুর ফুটবল একাদশ প্লানটি শটে ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর খেলা শুরুর ১১ মিনিটে চন্দনপুরের ১নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাজু একটি গোল করে ব্যবধান বাড়ান ২৩ মিনিটে চন্দনপুরের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতা আরেকটি গোল করে জয় নিশ্চিত করে, ২৭ মিনিটে চন্দনপুরের আত্মঘাতী গোলে মহিষা একটি গোল পায়।
রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়লাভ করে চন্দনপুর ফুটবল একাদশ।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন- রাশেদুজ্জামান রাশেদ তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও আবু সাঈদ।
ধারাভাষ্যে ছিলেন তৌহিদুজ্জামান। হেমন্তের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]