কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা জজ সাহেবের বাড়ির মোড় হতে কেঁড়াগাছি বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র পৌনে এক কিলোমিটার রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার ইট উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। এই রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজনসহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নিয়মিত যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- এমনটি অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দিয়ে যেকোন যানবাহনসহ পণ্যবাহী কোন বাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনি কি একটু বৃষ্টি হলেই মোটরসাইকেল তো দুরের কথা বাইকেল নিয়েও যাওয়ার কোন উপায় নেই।
এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার পাশাপাশি জনসাধারণের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]