সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর তীর ঘেঁষে, অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি অভিষেক সভার আয়জন করা হয়।
নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও বাবলু বসুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেনাপোল হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের সভাপতি, তাপস কুমার বিশ্বাস, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অনীত মুখার্জি, সুধাংশু শেখার হালদার, কলারোয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ পাল, ডাক্তার সুব্রত ঘোষ, অসীম ঘোষ, অমল বিশ্বাস, রনজিৎ দত্ত, মহিলা সম্পাদিকা গীতা রানী মিত্র, ইতি মজুমদার, রাম লাল দত্ত, উজ্জ্বল দাশ, রাম দাস, মিলন দত্ত, উত্তম ঘোষ, উর্জুন পাল।
এই সময় বেনাপোল পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]