কলারোয়ার কেঁড়াগাছিতে বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
কেঁড়াগাছি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।
সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দিন ব্যাপী আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন জানান, কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে কেঁড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দুই ও তিন নম্বর ওয়ার্ড কাকডাঙ্গা মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, চার ও পাঁচ নম্বর ওয়ার্ড বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে, ছয় নম্বর ওয়ার্ড পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাত নম্বর ওয়ার্ড গোয়ালচাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আট ও নয় নম্বর হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
ইউনিয়নের বিভিন্ন প্রোগ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]