রাসেল হোসেন: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.মুত্তাকিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, ষড়যন্ত্র এখনো চলমান, সেই ষড়যন্ত্র রুখতে হবে। ভালোকে ভালো, মন্দকে মন্দ আর কালোকে কালো বলার সাহসিকতা থাকতে হবে।
তিনি আরো বলেন, আগামি নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। তিনি ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী বলেন, ভালো আচরণ-ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, কৃষকদলের মনিরুজ্জামানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]