দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে।
(১৭ সেপ্টেম্বর) বুধবার দিবাগত রাতে ঐ বিদ্যালয়ের পেছনের গ্রিল ভেঙ্গে চোর চক্রটি চুরি সংঘটিত করেছে।
চুরি যাওয়ার মধ্যো ৯ টি ফ্যান ও বেসিং এর ট্যাব গুলো খুলে নিয়ে গেছে। অফিস কক্ষের তালা ভাঙ্গলেও সেখান থেকে মূল্যবান কিছু নিতে পারেনি।
স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা জানিয়েছেন, যথারিতি সকাল ৯টায় আজও স্কুলে প্রবেশ করে পেছনের গ্রিল ভাঙ্গা দেখে তার সন্দেহ হয়, ক্লাস রুমে গিয়ে দেখেন ফ্যান নেই, বাথরুমের ট্যাব নেই। এমনটি দেখে তিনি তাৎক্ষনিক সরসকাটি পুলিশ ফাঁড়িতে জানান, সেখান থেকে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন।
সরসকাটি পুলিশ ফাঁড়ির এস আই তারিকুল ইসলাম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুরি যেন জয়নগরে থামছেই না, একে পর এক চুরি সংঘটিত হচ্ছে। এই তো গত কয়েকদিন আগে ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নীলকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এ ছাড়াও বাসা বাড়ি থেকে নানা সময়ে টিউকলের মটর, ভ্যান, সাইকেল সহ নানান জিনিসপত্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]