কলারোয়ার গ্রামডাক্তার আনসার আলী আর নেই।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কলারোয়া পৌরসদরের ঝিকরা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)।
তিনি বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এ অঞ্চলের একসময়ের বহুলপরিচিত গ্রামডাক্তার হিসেবে সুখ্যাতি ছিলো আনসার আলীর। আনসার ডাক্তার হিসেবেই তাকে একনামে চিনতো সবাই।
তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহষ্পতিবার জোহরের নামাজের পর জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আনসার ডাক্তারের মৃত্যুতে তার পরিচিত ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]