কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নে ভি ডব্লিউ বি'র কর্মসূচির ২৭৪জন কার্ড ধারী পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪শে জুন) সকাল ১০ টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাউল বিতরণ করা হয়। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে ভি ডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্যক্রমে তালিকাভূক্ত ২৭৪ জন কার্ডধারী অসহায়- দরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণের উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন।
আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন সচিব মোঃ রফিকুল ইসলাম,ট্যাক অফিসার মধু সূদন (এ টি ও),প্রাথমিক শিক্ষা অফিসার কলারোয়া উপজেলা,মিল্টন হোসেন, শরিফুল ইসলাম, অফিসার অফ ইনচার্জ এজেন্ট, ইসলামী ফারিস্ট ব্যাংক,বামন খালী, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির নতুন নামকরণ হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট( ভিডব্লিউবি)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]