আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কলরোয়া উপজেলার ৭ নংচন্দনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য টিসিবির ডিলার সাহিদা বীজ ভান্ডার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন।
রবিবার (২৫ শে জুন) সকাল সাড়ে নয়টার দিকে। চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহিদা বীজ ভান্ডারগয়ড়া বাজারের টিসিবির ডিলার মোঃ আজারুল ইসলাম,ট্যাক অফিসার মধু সূদন (এ টি ও),প্রাথমিক শিক্ষা অফিসার কলারোয়া উপজেলা, ইউ পি সচিব মোঃ রফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন,চন্দনপুর ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য মোঃ আব্দুল আল মামুন ,সাংবাদিক এম, এ মাসুদ রানা, এস,এম,ফারুক হোসেন,সাবেক ইউ পি সদস্য মোঃ ইউছুপ আলী,
কার্ডধারী সুফলভোগী সদস্যগণের মাঝে পণ্য তুলে দিয়ে উদ্বোধন করাকালে বক্তব্যে চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন বলেন টিসিবির ডিলারের থেকে একজন কার্ঠধারী মসুর ডাউল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০০টাকায়, কিনতে পারবেন। একজন কার্ডধারী দুই কেজি মসুর ডাউল, দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। যার প্রতি প্যাকেজ মূল্য ৩৪০ টাকা, সরকারের নির্দিষ্ট নীতিমালার নিয়মের বাহিরে কাহারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পরিবার পরিচিতি কার্ড ধারী গ্রাম পুলিশ সহ অনেকে। উল্লেখ্য ৯৩৮ জন পরিবার পরিচিতি কার্ডধারী আওতায় আছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]