জাহাঙ্গীর হোসেন: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আখতার ফারুকের সভাপতিত্বে এবং যুব বিভাগের সভাপতি আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- নৈতিকতা, ইসলামী আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত যুব সমাজই পারে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে।
তারা তরুণ প্রজন্মকে সংগঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]