কলারোয়ার ঐতিহ্যবাহী চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের সঙ্গে সোনালী ব্যাংক লিঃ এর গয়ড়া বাজার শাখায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে সেবা গ্রহণের লক্ষ্যে ২৩ নভেম্বর (বুধবার) এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক লিঃ সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম, এসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রহলাদ কুমার মাখাল, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুস্তম আলী, জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ূন কবীর, জ্যেষ্ঠ প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও হিসাব রক্ষক মো. আনারুল ইসলাম। এছাড়াও সোনালী ব্যাংক গয়ড়া বাজার শাখার ম্যানেজার আহসানুল কবীর সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মোঃ রুস্তম আলী (অধ্যক্ষ ভারপ্রাপ্ত) বলেন, অনলাইনে ব্যাংকের সেবা গ্রহণের লক্ষ্যে আমরা আজ একটা চুক্তি স্বাক্ষর করলাম। এর ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকগণ বেশি উপকৃত হবেন। এখন থেকে কলেজের ভর্তি ও ফরম ফিলাপ ফি সহ অভ্যন্তরীণ যাবতীয় পরীক্ষার ফিস ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক একাউন্ট থেকে অথবা বিকাশ, নগদ, রকেট, উপায় ও ভিসা কার্ড থেকে কলেজের সকল ফিস জমা দিতে পারবে। এরফলে সচ্ছতা, জবাবদিহিতা যেমন নিশ্চিত হবে, তেমনই অফিসিয়াল কাজের জটিলতাও কমবে।
চুক্তি স্বাক্ষর শেষে ব্যাংকের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন কলেজের প্রতিনিধি দল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]