নিজস্ব প্রতিবেদক : চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, বিশেষ অতিথি ছিলেন- জ্যেষ্ঠ প্রভাষক হুমায়ন কবির।
সেমিনারটি আয়োজন করেন 'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চন্দনপুর' (PUSAC) এর সদস্যবৃন্দ। তাঁদের উদ্যোগে রবিবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সেমিনারটি চলে।৷
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সোহান, রাকিব ও নাঈম। এছাড়াও উক্ত সেমিনারে সংগঠনটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। বিজয়ীদের মধ্য থেকে প্রথম পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা আবু সোহান বলেন, চন্দনপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গ্রামগুলোর ভিতরে যারা সাবেক ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাঁদের নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট গঠনতন্ত্র, নিয়ম অনুযায়ী সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি আরও বলেন এটা পুরোপুরি সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এ বিষয়ে চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী বলেন, এটা ভালো উদ্যোগ, তাঁদের কার্যক্রম সফলতার সহিত চলুক সেই দোয়া করি।
ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হুমায়ন কবির বলেন, সমাজের সার্বিক উন্নতির জন্যে এমন স্বেচ্ছাসেবী সংগঠন খুবই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৩ সালে আবু সোহান, রাকিব, বাপ্পি, নাঈম ও সুমন এর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মূল উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের আগাম বার্তা ও দিকনির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুপ্রেরণা প্রদান করা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]