কলারোয়ার চন্দনপুরে টিসিবি'র পণ্য বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
টিসিবির ডিলারের থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৬০ টাকায়, মসুর ডাউল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনতে পারবেন। একজন কার্ডধারী দুই কেজি মসুর ডাউল, এক কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। যার প্রতি প্যাকেজ মূল্য ৪২০ টাকা।
চন্দনপুর ইউনিয়নে ৯৩৮ জন কার্ডধারী এ কার্যক্রমের আওতায় আছেন।
বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির ডিলার সাহিদা বীজ ভান্ডারের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।
সাহিদা বীজ ভান্ডার গয়ড়া বাজারের টিসিবির ডিলার আজারুল ইসলাম, মফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, মহিলা ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান গফুরুননেছা, ইউপি সদস্য আবু জাফর ছিদ্দিক, ইউপি সদস্য আব্দুল আল মামুন, ইউপি সদস্য মোস্তফা ফারুক কবির, ইউপি সদস্য নিজাম উদ্দিন মন্টু, ট্যাক অফিসার রাসেল রানা, সাংবাদিক এস এম ফারুক হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]