কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পরে নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
এর আগে অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. আবু নসর।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
অসংখ্য মুসল্লিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব বাইজিদ হোসেন, চন্দনপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাসুম বিল্লাহ, আল-আমিন হোসেন, আমজাদ হোসেন, হাফেজ আবু সাঈদ, মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, সেক্রেটারি ডাক্তার আমিরুল ইসলাম, ইমানুর রহমান প্রমুখ।
সেসময় স্বতঃস্ফূর্তভাবে অনেক মুসল্লি ৭০ ব্যাগ সিমেন্ট ও নগদ প্রায় ১৫ হাজার টাকা প্রদান করেন। অনেকে অন্যান্য অনুদানের প্রতিশ্রুতিও দেন বলে জানা গেছে।
পরে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]