প্রেসবিজ্ঞপ্তি : কলারোয়া চন্দনপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রফেসর মো. আবু নসর।
সোমবার (৬ নভেম্বর) চন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার বরাবর সরাসরি পদত্যাগ পত্র পেশ করেন তিনি। এর আগে গত সপ্তাহে রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগ পত্রটি পাঠান প্রফেসর মো. আবু নসর। শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন।
বিষয়টি নিশ্চত করেছেন প্রফেসর মো. আবু নসর নিজেই।
প্রফেসর মো. আবু নসর সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডেপুটি রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি জীবনে তিনি যশোর সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি লেখালেখি ও সামাজিক নানান কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন।
এছাড়াও সত্তোর দশকে সরকারি চাকরির আগে তিনি চন্দনপুর ইউনিয়ন পরিষদের একটানা ১২ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]