কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কে.সি.জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু শিবিরের আয়োজন করেন কে.সি.জি মিতালী সংঘ।
সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালের বাস্তবায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় সচ্ছল রোগীেদের স্বল্প খরচে ও দরিদ্র, প্রতিবন্ধিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
ক্যাম্পেইন শেষে চোখের ছানী অপারেশন ও লেন্স বসানোর জন্য প্রায় ৫০ জন রোগী বাছাই করেন দায়িত্বরত চিকিৎসকগণ।। পরে তাদের সংস্থার নিজস্ব পরিবহন ব্যবস্থায় পাঠানো হয় খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, কে.সি.জি মিতালী সংঘের সভাপতি সিনিয়র শিক্ষক আঃ সবুর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইউপি সদস্য মোস্তফা ফারুক কবির, নিজামদ্দীন মন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজসেবক জাহিদ হাসান টিপু, মোতালেবুর রহমান হিরণ সহ কে.সি.জি মিতালী সংঘের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কে.সি.জি মিতালী সংঘ একটি অরাজনৈতিক ও সেবামূলক সংস্থা। ২০২২ সালে পথচলা শুরু করে সংগঠনটি ইতোমধ্যে নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের মাঝে আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। সংগঠনটির উদ্যোগে এর আগেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]