কলারোয়ার চান্দুড়িয়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে চান্দুড়িয়া কেসিজি ঈদগাহ মাঠে রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসা স্থাপনের লক্ষ্যে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ আজাদ।
বিশেষ বক্তা ছিলেন মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ, মশিউর রহমান, ইউপি সদস্য ফারুক আনছারী, ইউপি সদস্য নিজাম উদ্দিন মন্টু, সাইফুল ইসলাম সেন্টু প্রমুখ।
ইসলামিক গজল পরিবেশন করেন এডভোকেট রোকনুজ্জামান।
ইসলামিক গজল, কবিতা, রম্য কৌতুক ও রম্যগীতি পরিবেশন করেন শিল্পী কবির বিন সামাদ।
মাহফিল পরিচালনা করেন হাফেজ ইয়াসিন আরাফাত।
অসংখ্য মুসল্লী মাহফিলে যোগ দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]