নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে এ তথ্য জানো হয়। আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলো: কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মো. আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. আনিসুর রহমান (১৮)।
বিজিবি অধিনায়ক জানান, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির হাবিলদার মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক দুই বাংলাদেশি নাগরিককে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]