কলারোয়ার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার কয়লা ইউনিয়ন যুবদলের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে কয়লা হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন ও মেহেদী হাসান রাজু, ইউনিয়ন বিএনপি, যুবদলও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিপুলসংখ্যক দর্শক সমাগমে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে কয়লা প্রগতি সংঘ ও খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় কপোতাক্ষ ফুটবল একাদশ কয়লা প্রগতি সংঘকে ১-০ গোলে পরাজিত করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]