সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর সরকারি প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল্লাহ খানের বদলির দাবিতে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের সামনে রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-নিলুফা, পাপিয়া খাতুন, কহিনুর, মুন্নি, রহিমা খাতুন, হযরত আলী খান, ওবাইদুল্লাহ খান, মুন্নি খাতুন, আব্দুল জলিল, মাহাবুবর রহমান মিঠু, জুলফিকার আলী বাবু, ইমন খান, লাল্টু, আরিফ মাহমুদ, ফারুক খান, সুলতান মাহমুদ ও ইদ্রিস সরদারসহ শতশত অভিভাবক ও এলাকাবাসী।
তারা বলেন-এই স্কুলের শিক্ষক আহসানুল্লাহ খান শিক্ষার্থীদের কোন কারন ছাড়াই মারপিট করে, অভিভাবকদের সাথে খারাপ আচারন করে, তার খারাপ আচারনের কারনে স্কুলের অন্যান্য শিক্ষকরা স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এতি মধ্যে প্রধান শিক্ষক সহ ৩ জন সহকারী শিক্ষক নিজে নিজে বদলি হয়ে স্কুল ছেড়ে চলে গেছেন। এজন্য স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক আহসানুল্লাহ খানের বদলির দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এএইচএম রোকনুজ্জামান বলেন-ওই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]