কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের রামকৃষ্ণ সাহার পৈত্রিক জমি একই এলাকার গফফার গাজী যিনি প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার আসামি তার মেয়ে নাসরিন খাতুন জোর করে দখলের পায়তারা করছে।
জানাগেছে, শিব পদ সাহার ছেলে ভৈরব সাহা, রামকৃষ্ণ সাহা, প্রদিপ সাহা ও ভৈরব সাহার ছেলে পবিত্র সাহা উত্তরআধিকার সুত্রে ক্ষেত্র পাড়া মৌজার এস এ ৩৯৮ ও ৩৯৯। হাল ১৯৮ দাগের ১০ শতাংশের মালিক তারা, সেই ১০ শতাংশ জমি গফফার গাজীর মেয়ে নাসরিন খাতুন জোর করে দখল করার পায়তারা করছে। শুধু তাই নয়, সেই ১০ শতাংশ জমির জাল দলিল তৈরী করে নিজের কেনা জমি বলে দাবি করছে।
এছাড়াও নাসরিন খাতুন একটা জাল জালিয়াতির মাধ্যমে যে দলিল তৈরি করেছেন তার মধ্য উক্তদাগ উল্লেখ নাই। নিজের ক্রয় কৃত সম্পত্তি বলে দাবি করছে। তিনি বলছেন ঐ জমি সাগর সাহার কাছ থেকে কিনেছেন।সাগর সাহা শিবপদ সাহার কোন ওয়ারেশ না। যার রেজিস্ট্রেশনের তারিখ ২০২৩ সালের ২৭শে ফেব্রুয়ারি।
সাগর সাহা ভারতের বাসিন্দা। তিনি ১০ বছর যাবত ভারতের পশ্চিমবঙ্গের মছলন্দপুরে বসবাস করছেন এবং তিনি ভারতের স্থায়ী বাসিন্দা। তারা লেখাপড়াও করছেন ভারতে।
নাসরিন খতুনের পিতা গফফার গাজী মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার সাজা প্রাপ্ত আসামী।
নাসরিন খাতুন ও তার আত্বীয় স্বজন জামাত শিবিরের লোক জন দিয়ে প্রতিনিয়ত ঐ হিন্দু অসহায় পরিবারটিকে হুমকি দিচ্ছে। পবিত্র সাহার কন্যা সন্তান কে অপহরণের হুমকি দিচ্ছে। এহেন কারণে ঐ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাই ঐ অসহায় হিন্দু পরিবারটি নিজেদের নিরাপত্তা ও দখলকৃত জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও মাননীয় জেলা প্রশাসকের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]