কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্যা রেখা আলমগীর।
(২৮ শে ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ট্যাগ অফিসার মহিতোষ কর্মকার, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা ও ভোটারদের উপস্থিতিতে প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২ নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ৮টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা রেখা আলমগীর।
প্যানেল নির্বাচনের আরও যারা যারা প্রার্থিতা করেছেন- মনিরুজ্জামান মনি (প্রাপ্ত ভোট ৭), মোকলেছুর রহমান (প্রাপ্ত ভোট ৬), আরিজুল ইসলাম, (প্রাপ্ত ভোট ৫), মোসলেম আলী (প্রাপ্ত ভোট ৩), তানজিলা খাতুন (প্রাপ্ত ভোট ৩)।
মহিতোষ কর্মকার জানিয়েছেন- সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাগণ প্যানেল নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইউপি সদস্যা রেখা আলমগীর তিনি জানিয়েছেন- ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা তিনি, এটি ছিল তার প্রথম নির্বাচন ইউপি সদস্যা পদে এবং প্যানেল নির্বাচনে তিনি প্রথমস্থান অধিকার করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে তিনি আরো বলেন আমাকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বাসীকে সেবা করার যে সুযোগ পেয়েছি সে সুযোগটি তিনি হেলায় হারাবেন না এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]