জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠনের লক্ষ্যে কলারোয়ার জয়নগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ.সভাপতি এমএ রব শাহীন।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠনের লক্ষ্যে টিম গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে কলারোয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার নেতৃত্বে ১নং জয়নগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা.আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, ১২নং যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]