দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: সনাতনীদের ১২ মাসে ১৩ পার্বন। সারা বছরি পার্বন, একে পর এক পার্বন। তারি ধারাবাহিকতায় চলতেই থাকে পুজা পার্বন। উৎসবের আমেজ যেনো লেগেই থাকে। গত দুই মাসে চার পার্বনের দেখা। দুর্গা পুজা, লক্ষীপুজা, কালীপুজা এবার জগদ্ধাত্রী পুজা। এভাবে সারা বছরি চলতে থাকে দেব দেবতাদের পুজা।
জগদ্ধাত্রী দুর্গার আরেক রুপ। অশুভ শক্তিকে বিনাশের জন্য ভিন্ন ভিন্ন রুপে দেব দেবতাদের আর্বিভাব ঘটে মর্তে নানা সময়ে।
গত (৯ নভেম্বর) দেবীর বন্দনার মধ্যো দিয়ে শুরু হয় কলারোয়ার জয়নগর তরুন সংঘ সার্বজনীন পুজা মন্দিরে জগদ্ধাত্রী পুজা। আজ (১১ নভেম্বর) বিজয়া দশমির মধ্যো দিয়ে পুজার ইতি টানা হয়েছে। রাতে দেবীর বিসর্জন হবে বলে জানান পুজা কমিটি।
আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবীকে বিদায় জানাবেন।
তরুন সংঘ পুজা মন্দিরের পুরোহিত তারক চক্রবর্ত্তী জানান, দুর্গা ও জগদ্ধাত্রী একি দেবীর ভিন্ন রুপ। অশুভ শক্তির বিনাশ করার জন্য নানা সময়ে মর্তে আর্বিভুত হন দেবী। কার্তিক মাসের শুক্লা নবমির পূর্ণ তিথিতে জগদ্ধাত্রী রুপে পুজিত হন দেবী। অশুভ শক্তির দমন হেতু শুভ শক্তির উদয় ঘটানোর জন্য দেবীকে আহ্বান জানানো হয়। তিনি আরও জানান দেশ ও জাতির মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]