কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের ভিজিএফের ১৫ বস্তা চাল গোপনে সরিয়ে ফেলার সময় জনগনের হাতে ধরা পড়েছে। (২৭ জুন) সকালে গাজনার মাঠ থেকে ইজিবাইক সহ ১৫ বস্তা চাল জব্দ করে স্থানীয়রা।
জানা গেছে, চুরি করা চাল জয়নগর ইউনিয়ন পরিষদ থেকে গোপনে চেয়ারম্যানের যোগসাজশে গ্রাম পুলিশ আলাউদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়ার সময় গাজনার মাঠ থেকে ইজিবাইক সহ ১৫ বস্তা ভিজিএফের চাল হাতেনাতে ধরে জনসাধারণ। পরে চাল সহ ইজিবাইক সরসকাটি পুলিশে সোপর্দ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, গত ঈদেও চাল চুরির এমন অভিযোগ রয়েছে। তবে প্রমাণের অভাবে বিষয়টি নিয়ে তখন কেউ মুখ খুলতে সাহস পায়নি।
সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ঘটনার বিষয়ে জানিয়েছেন, এর আগেও এমন অভিযোগ চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে ছিল কিন্তু প্রমানের অভাবে কিছুই করতে পারেনি জনগন। আজ হাতেনাতে ১৫ বস্তা ভিজিএফের চাল সহ ধরা পড়েছে।
ঘটনার বিষয়ে জানতে জয়নগর ইউপির চেয়ারম্যান বিশাখা তপন সাহার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে ও চাল ছিল জয়নগর ইউনিয়ন পরিষদের। ইউএনও'র নির্দেশে সেই ১৫ বস্তা চাল জব্দ তালিকা করে গ্রামপুলিশের দায়িত্বে দিয়েছেন বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]