দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগরে মন্দির ভিত্তিক স্কুল (বয়স্ক) শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
(১ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় জয়নগর বেলতলা মন্দিরে ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক নিরঞ্জন ঘোষের সভাপতিত্বে, জয়নগর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও স্কুল কমিটির সভাপতি তাপস পালের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষিকা সীমা বিশ্বাসের সহযোগীতায় বই বিতরণ করা হয়।
এসময় ৩০ জন শিক্ষার্থীদের উপস্থিতে তাদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সরসকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেলিন্দু কুমার ঘোষ, মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্ত্তী প্রমুখ।
স্কুল কমিটির সভাপতি তাপস কুমার পাল বলেন, সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষে এই স্কুল পরিচালিত হচ্ছে, তাই সনাতন ধর্মের অনুসারীদের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য স্কুলে ভর্তি হওয়ার উদ্যাত আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]