কলারোয়ার জয়নগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল থেকে জয়নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বীর শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও জয়নগর ইউনিয়ন পরিষদ দিনটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে।
ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাস্টার আজিজুর রহমান, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসটি পালন করে প্রতিষ্ঠানটি।
অপরদিকে, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য ও আনসার সদস্যরা অনুরূপভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]