মহা ধুম ধামের মধ্য দিয়ে জয়নগর দক্ষিন পাড়া তরুন সংঘ সার্বজনীন পুজা মন্দিরে মহা বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হচ্ছে জগদ্ধাত্রী পুজা।
গত মঙ্গলবার (১লা নভেম্বর) মহা ষষ্ঠি পুজা মধ্যদিয়ে শুরু হয়ে আজ বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হচ্ছে তিন দিনের আয়োজন।
জমকালো আয়োজনে মধ্যদিয়ে তিন দিনের জগদ্ধাত্রী পুজার পরিসমাপ্তি ঘটলো। দুর্গাপুজা শেষ হতে না হতেই কালিপুজা, লক্ষী পুজা, এবার জগধাত্রী পুজা অনুষ্ঠিত হচ্ছে।
(৩রা নভেম্বর) বিজয়া দশমীর সকালে ভক্তদের উপস্থিতিতে যাত্রামঙ্গলের মহামন্ত্র উচ্চারণের মধ্যোদিয়ে ভক্তরা সর্বজীবের মঙ্গল প্রার্থনা করেন।
কলারোয়ার বেশ কয়েক জায়গায় জগদ্ধাত্রী পুজা অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যো জয়নগর দঃ পাড়া তরুন সংঘ পুজা মন্দিরে, খোর্দ্দবাটরা সার্বজনীন পুজা মন্দিরে, কয়লা দাশ পাড়া সার্বজনীন পুজা মন্দিরে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]