নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার ১নং জয়নগর বিএনপির উদ্যোগে আগামি ৩০মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য ডা.আব্দুল মজিদ, আব্দুর রহিম শামীম, সিদ্দিক রহমান গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাহাজালাল আহমেদ (সাজু), ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাচ্চু বাবু, জাকির হোসেন, রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক টিটু, সাংগঠনিক সম্পাদক কামরানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আগামি ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ১নং জয়নগর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]