দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: প্রতিবছরের ন্যায় এবছরও কলারোয়ার জয়নগরে আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে শিবরাত্রি।
(৮ মার্চ) শুক্রবার শিবরাত্রি উপলক্ষে সনাতনীদের বাড়িতে ছিলো আয়োজন। হরি নাম সংকৃত্তন ও পুজা মধ্য দিয়ে দিনটি পালন করেছে সনাতনীরা। শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়।
মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডবে নৃত্য করেছিলেন।
আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে।
জয়নগরে নিরঞ্জন ঘোষের বাড়িতে গিয়ে দেখাগেছে উঠানে চলছে হরি নাম সংকৃত্তন আর মন্দিরে চলছে পুজার আয়োজন। ভক্তদের জন্য ছিলো আয়োজন।
অপর দিকে সুশান্ত কর্মকারের বাড়িতেও চলছিলো পুজার আয়োজন, হরি নাম সংকৃত্তন ভক্তদের জন্য প্রসাদের আয়োজন।
এমনি ভাবে সারারাত ধরে চলেছে পুজা অশ্চনা। দেবতার আরাধনায় মসগুল ছিলো ভক্তরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]