দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়রবাসির কাছে একটি আতঙ্কের নাম পরিবর্তন! ১নং জয়নগর ইউনিয়ন পরিবর্তিত হয়ে নতুন ঘোষিত উপজেলা পাটকেলঘাটার আওতাধীন হচ্ছে বলে একটি অপপ্রচার ছড়িয়ে পড়েছে জয়নগরে। এই অপপ্রচার জয়নগর ইউনিয়নের সর্বত্র বহুল আলোচিত বিষয়।
জানা গেছে যেটি মিথ্যা ও অপপ্রচার ছাড়া কিছুই না।
বুধবার (২০ মার্চ) জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেটি হুবুহু তুলে ধরা হলো।
সুপ্রিয় জয়নগর ইউনিয়ন বাসী, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক এ জয়নগর ইউনিয়ন পাটকেলঘাটা উপজেলার আওতাভুক্ত হচ্ছে মর্মে জানতে পেরেছেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার।
কিছু স্বার্থনেস্বী মহলের মুখরোচক গল্প।
ইতিমধ্যে আমি মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন ভাইয়ের সাথে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলে জানতে পেরেছি, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বানোয়াট।
তাই এ বিষয়ে কোনরকম বিভ্রান্তিমূলক অপপ্রচার না চালানোর জন্য এবং এ বিষয়ে চিন্তা ভাবনা না করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে ১ নং জয়নগর ইউনিয়ন নিয়ে যদি কোন ষড়যন্ত্র চলে ইউনিয়নের সকল জনগন নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করার জন্য সর্বদা প্রস্তুত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]