কলারোয়ার জয়নগর বাজারে মেসার্স অনন্যা টেলিকমে চুরি হয়েছে। গত কাল গভীর রাতে দোকানের টালি খুলে এ চুরি সংঘটিত করেছে চোর চক্র।
ঘটনাস্থল সরেজমিনে ঘুরে জানাগেছে, দোকানটি জয়নগর বাজারের খেঁয়া ঘাটের রাস্তার পাশে অবস্থিত। দোকানের পেছনের চালের টালি খুলে চোর ভেতরে প্রবেশ করে আনুমানি ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি করেছে।
চুরি হওয়া মালামালের বিবরণ থেকে জানা গেছে, ৪০ পিচ কিপ্যাড মোবাইল, সিম রেজিস্ট্রশনে ব্যাবহৃত ট্যাব ২টি, মোবাইল রিচার্জ কার্ড আনুমানিক ১লক্ষ টাকার মত, ৫ হাজার টাকার মত খুচরা পয়সা, টর্চলাইট সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
চোর চক্রের এক সদস্য ধানদিয়া চৌরাস্তা বাজার দিয়ে যাওয়ার সময় ভোর আনুমানি ৪টার সময় বাজারের মসজিদে নামাজ পড়তে আসা কয়েজন মুসল্লির নজরে পড়লে, তাকে দেখে সন্দেহ হলে তার হাতে থাকা বস্তা ও ব্যাগটি তল্লাসি করে মোবাইল ফোন ও ট্যাব দেখে তাকে নানা প্রশ্ন করলে চোর বিভ্রান্তিতে পড়ে কৌশল খাঁটিয়ে মালসামানা রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
সকালে চুরি হওয়া সেই মালামালে একাংশ উদ্ধার করে জয়নগর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ। তার মধ্যো ছিলো ১টি ট্যাব, ১৮ টি মোবাইল, ১টি চার্জার ও একটি স্ক্রুড্রাভার।
মেসার্স অনন্যা টেলিকমের প্রোপাইটর কৃষ্ণ পদ দাস জানিয়েছেন, প্রতিদিনের মত সকাল ৯ টার দিকে দোকানে আসেন তিনি, দোকানের সাটার খুলে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে। জানতে পেরে চিৎকার দিয়ে পাশ্ববর্তি চায়ের দোকানদার পলাস সরকারকে ডাকেন যে তার দোকানে চুরি হয়েছে, তিনিও এসে দেখেন ঘটনা সত্য। চুরির ঘটনায় এলাকায় চানচল্য ছড়িয়ে পড়েছে।
শুধু আজ দোকানে চুরি হয়েছে তাই নয় ইতিমধ্যো জয়নগর গ্রাম থেকে ৪টা মটর, ধানদিয়া মিশন থেকে একটি মটরভ্যান চুরি হয়েছে। নানা সময়ে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর শেখ। তিনি ঘটনাস্থল ঘুরে নানা আলামত সংগ্রহ করে কলারোয়া থানায় বিষয়টি জানান এবং চোর চক্রটি ধরার অভিযান চলমান থাকবে বলে জানান। সেই সাথে বাজারে প্রতিটি দোকানে লাইট ও নাইট গার্ডের ব্যাবস্থা জন্য বাজার কমিটিকে অবহিত করেন।
[caption id="attachment_112015" align="alignnone" width="225"] dav[/caption]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]