জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১কোটি ৭৫লাখ ৮২হাজার ৬০ টাকার বাজেট ঘোষণা করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট ব্যায় করা হবে।জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য-মোকলেছুর রহমান, মোজব্বার আলী, মাহবুবর রহমান, মনিরুল ইসলাম, কাঞ্জন বিবি, নুর জাহান, আলী মাহমুদ, মশিয়ার রহমান, শফিউল আজম, সাইফুল ইসলাম, ডিএম আফতাবুজ্জামান, সালমা খাতুন ও উদ্যোক্তা ইমাদুল হক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান বলেন এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট। এসময় বক্তারা বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]