দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ২ নং জালালাবাদ ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে টিসিবি'র পণ্য বিতরণ করা হয়েছে।
শনিবার(১৯ আগষ্ট) সকাল ৯ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ওই টিসিবি'র পণ্য স্বল্পমূল্যে বিক্রয় করা হয়। টিসিবি'র পন্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য(মেম্বর) সাইফুল ইসলাম, মশিউর রহমান, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ অন্যান্য সদস্যবৃন্দ, সূধি ও উপকারভোগী পরিবারের সদসস্যবৃন্দ। জালালাবাদ ইউনিয়নের কার্ডধারী ৬৪০ দরিদ্র পরিবারের মাঝে ওই পণ্য বিতরণ করা হয়।
প্যাকেজজাত পণ্যের মধ্যে রয়েছে কার্ডপ্রতি ৫ কেজি চাউল( ৩০ টাকা কেজি), ২ কেজি মুশুরের ডাল( প্রতি কেজি-৬০ টাকা), ২ লিটার তেল( প্রতি লিটার -১০০ টাকা)। যার সর্বমোট মূল্য- ৪৭০ টাকা।
শাপলা ট্রেডিং এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী(ডিলার) জাহিদ হাসানের তত্বাবধানে ওই পণ্য বিক্রয় করা হয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র সকল পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করায় উপকারভোগী অসহায়- দরিদ্র পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কলারোয়া পৌরসভা সহ একাধিক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত টিসিবি'র ডিলারদের বিতরণকৃত পন্যের মধ্যে চাউলের গুনগত মান খারাপ(খাওয়ার অনুপযোগী) বলে উপকারভোগীরা অভিযোগ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]