কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২মে) উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়।
৫ জন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা থাকলেও ১জন মহিলা সদস্যা রওশন আরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৪জন পুরুষ সদস্য নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৯জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা হলেন আজিজুর রহমান, আব্দুর রহমান, বিল্লাল হোসেন, কামরুজ্জামান, রইজ উদ্দিন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, মস্তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস সোনা।
এর মধ্যে নির্বাচনে আব্দুর রহমান ৯৬ ভোট পেয়ে ১ম, বিল্লাল হোসেন ঈমান ৮৫ ভোট পেয়ে ২য়, রইছ উদ্দিন ৮৫ ভোট তৃতীয় ও মফিজুল ইসলাম ৪র্থ স্থানে বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ২৯২ জন। এর মধ্যে পুরুষ ১৮৪ ও মহিলা ৮জন।
নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ।
এছাড়া জাহিদুর রহমান, শ্রী সমীর কুমার, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারিসহ সকল শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]