মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি)সকাল ১০ টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলকবক্তব্য রাখেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, দেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন,আবাদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব মধু। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শরিফুল ইসলাম,বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীরা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র/ছাত্রীরা।
এ সময় বক্তরা বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একাডেমিক পরীক্ষার দ্বিতীয় ধাপের এই পরীক্ষা ভালো ভাবে পড়াশুনা করে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আহবান জানান।
তারা আরো বলেন, দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য তাদেরকে মনোযোগ সহকারে পরীক্ষা দেয়ার জন্য বিশেষ ভাবে বলেন।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]