নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার দেয়াড়া হাই স্কুলে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভা ও আহতদের আশু সুস্থতায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় স্কুলের আয়োজনে কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠানে বক্তা হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন, কম্পিউটার শিক্ষক গোলাম রসুল, জীব বিজ্ঞানের শিক্ষক ইসমাইল হোসেন, গণিতের শিক্ষক বিপুল কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ ,মাওলানা জাহাঙ্গীর হোসেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষিকা তাসলিমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সকল শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]