সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় দেয়াড়া হাইস্কুলের সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে হাইস্কুল চত্বরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইব্রাহিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুকু, সাংবাদিক এস এম জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান সানা, স্কুলের পিটিআই কমিটির সভাপতি চিত্তরঞ্জন কর্মকার।
আরো উপস্থিত ছিলেন দেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, দেয়াড়া আবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেয়াড়া হাইস্কুলের সরকারি শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফল প্রকাশ শেষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]