কলারোয়া ধানদিয়া চৌরাস্তা বাজারে 'প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ করা হয়েছে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে।
(৬ মার্চ, রবিবার) সকাল ৯টা থেকে ধানদিয়া বাজারে ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ করা হয়।
ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মোড়লের পরিচালনায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩৫৮ জন সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
চাউল বিতরণের বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মোড়ল জানিয়েছেন, গরীব দুস্থ ও অসহায় পরিবারগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১০ টাকা মূল্যে চাল পেয়ে সন্তোষপ্রকাশ করেছেন বলে জানিয়েছেন সুবিধাভোগীরা। সেই সাথে আরও জানিয়েছেন গরীব দুস্থ অসহায় পরিবার গুলোর কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা যেন এই সুবিধার মেয়াদ বৃদ্ধি করেন, তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবে পরিবারগুলো; এমনি আকুতি জানিয়েছেন তিনি।
সেখানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি জোসেফ, সুবিধাভোগী ও অন্যান্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]