কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের ৯নং ধানদিয়া ওয়ার্ডের একটি কার্লভার্ট এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। মাস ছয়েক আগে একটি মাটি বহনকারী ট্রাক্টর জরাজীর্ণ ওই কার্লভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কার্লভার্টটি ভেঙ্গে যায়। কার্লভার্টের প্রায় অর্ধেকজুড়ে গর্তের সৃষ্টি হয়। তারপর থেকে সেটি আর মেরামত করা হয়নি।
স্থানীয় ভূক্তভোগিরা জানিয়েছেন, ধানদিয়া হাইস্কুলের বিপরীতে দক্ষিণ দিকের কাঁচা রাস্তায় কার্লভার্টটি অবস্থিত। জরাজীর্ণ কার্লভার্টটি ভেঙ্গে যাওয়ায় এলাকার মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। স্থানীয় বাসিন্দা তাজউদ্দীন মোড়ল, আতিয়ার দফাদারসহ অনেকেই বিভিন্ন সময়ে ভাঙ্গা কার্লভার্টটির ভিতরে পড়ে গুরুতর আহতও হয়েছেন। ওই কার্লভার্ট দিয়ে বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন করে থাকে, সেই সাথে পার্শ্ববর্তী মাঠের যাবতীয় ফসল এই এলাকার মানুষ এই কালভার্টের উপর দিয়েই নিয়ে যান। মাঝপর্যন্ত ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে কার্লভার্ট অতিক্রম করতে হচ্ছে এলাকার জনসাধারণের।
দ্রুতই ভাঙ্গা কার্লভার্টটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘বাজেট পেলেই প্রথমে কার্লভার্টটি সংস্কার করবেন।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]