নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ডাঃ আনিছুর রহমানের সহধর্মিনী মনোয়ারা রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত পীড়ায় আক্রান্ত ছিলেন।
তিনি চার পুত্র তিন কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদ জোহর মরহুমার জামাতা মাওলানা ওসমান গনির ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন'র সাতক্ষীরা প্রতিনিধি ও সীমান্ত প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান সোহাগ'র মাতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]